নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইনসহ মো. সোহাগ হোসেন (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আটক সোহাগকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি শার্শার লক্ষণপুর মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিণে জনৈক ডাক্তার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামি কাকুলি খাতুনের (২৪) ঘরে তল্লাশি চালিয়ে সোহাগকে ৩০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাকুলি খাতুন কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বলেন, “আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক কাকুলিকে আটকের জন্য অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.