সাব্বির হোসেন, স্ট্যাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালি ইউনিয়নের বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ওই এলাকার মৃত শাহাজুল ইসলামের ছেলে মো. জাকির হোসেন (৪৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আবুল কাশেমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বারবাকপুর এলাকায় রেক্টিফাইড স্পিরিট মজুদ রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালিয়ে ১৫০ বোতল স্পিরিটসহ জাকির হোসেনকে আটক করা হয়।”
তিনি আরও বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, রেক্টিফাইড স্পিরিট সাধারণত মদ তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটি অনুমতি ছাড়া সংরক্ষণ বা বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.