আব্দুল্লাহ আল-মামুন : বেনাপোল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার বেলা ১১ টার সময় বেনাপোল পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এ অর্থ বছরের জন্য ১৪০,০১,৭৮,১১১.০০/- (একশত চল্লিশ কোটি এক লক্ষ আটাত্তর হাজার একশত) টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে সংশোধিত বাজেট ছিলো ২১,৩২,৩৬,৭১৭.৬১ (একুশ কোটি বত্রিশ লক্ষ ছত্রিশ হাজার সাতশত সতের টাকা এশষট্রি পয়সা।
দীর্ঘ ১২ বছর পর জনসম্মুখে বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা করেন এ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন। আনুষ্ঠানিকভাবে তার এই বাজেট ঘোষণার অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
তিনি, শার্শা উপজেলার সকল আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সূধী বৃন্দদের উপস্থিতিতে পৌরবাসীকে প্রকৃত নাগরিক সেবা পৌঁছে দেওয়ার অঙ্গিকারের কথা ব্যক্ত করেন।
আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার সি.ও’ শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, পৌর নির্বাহি অফিসার (পিএনও) সাইফুল ইসলাম, প্রকৌশলী মোশারফ হোসেন, স্বাস্থ্য সহকারি কর্মকর্তা হাফিজুর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা সুলতানাসহ পৌরসভার সকল কর্মকর্তাদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মীর্জা রাফেজা সুলতানা, স্থানীয় সরকার মন্ত্রণালয় যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, শার্শা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, যশোরের নাভারন সার্কেলের সিনিয়র এ.এস.পি নিশাত আল নাহিয়ান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, শামিমা খাতুন সালমা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.