এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে উত্তাল সাতক্ষীরা। হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ এতে গ্রহণ করেছেন।
রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় তারা শহরের নিউমার্কেট মোড়ে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার ছিড়ে আগুন জ¦ালিয়ে দেয়। পরে খুলনা রোড মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এসময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। তারা এসময়, “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবোনা, “এক দফা, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, “ভুয়া-ভুয়া নানা ধরনের এমন শ্লোগান দিতে থাকে। তারা সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুারালে কাঁদা ছুড়ে মারে। পরে পুলিশ এসে তা পরিষ্কার করে দেন। আন্দোলকারীরা সেখানে দুই ঘন্টা অবস্থান করে ফিরে যান।
মিছিল ও সমাবেশে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাতক্ষীরার জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, যুবদল নেতা আবু জাহিদ ডাবলুসহ ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
তবে, সবধরনের নাশকতা এড়াতে পুলিশ, বিজিবি ও র্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.