ডেস্ক রিপোর্ট : অনির্দিষ্টকালের জন্য দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল সমূহের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ আগস্ট) বাংলাদেশ সুপ্রিমকোর্টের সেক্রেটারি জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল (সোমবার ৫ জুলাই) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনালসমূহের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
আরো বলা হয়, জরুরী প্রয়োজনে বাংলাদেশের প্রধান বিচারপতি যেকোনো সময় যেকোনো আদালত বা ট্রাইব্যুনালকে বিচার কার্য পরিচালনার আদেশ প্রদান করবেন। এক্ষেত্রে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।
এর আগে এদিন বেলা ১১টার দিকে চলমান এক দফা দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হামলা করে আন্দোলনকারীরা। এ সময় আদালতের ভিতরে থাকা পুলিশের ৬ গাড়ি ভাঙচুর ও বাইরে রাস্তার ওপর থাকা ১টি গাড়িতে আগুন দেয়া হয়। এতে বন্ধ রয়েছে দ্বিতীয় ধাপের বিচারিক কার্যক্রম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.