নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর যাত্রাবাড়িতে সমাবেশ করেছে আলেম সমাজ। আজ শনিবার দুপুরে সমাবেশে দেশবরেণ্য আলেমরা মিলিত হন।
এসময় বক্তারা বলেন, প্রশাসন যদি সরকারদলীয় পক্ষের হয়ে কথা বলে, তাহলে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল বলে আর কিছু থাকে না। সবার আগে জনগণ, তাই জনগণের স্বার্থ মাথায় রেখে সরকারের উদ্যোগে আলোচনায় বসার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, এভাবে চলতে পারে না, জীবন দিয়ে যে রাষ্ট্র গঠন করা হয়েছে, বর্তমানে রাষ্ট্রের কাছে সেই জীবনের কোনো দাম নেই। অধিকারকে সংকুচিত করে উন্নয়নকে সম্প্রসারণ করা যায় না।
সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, দিনে নাটক আর রাতে আটকের কার্যক্রম বন্ধ করতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.