গ্রামের সংবাদ ডেস্ক : ৯ দফা দাবিতে চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫৮ সদস্যবিশিষ্ট একটি সমন্বয়ক টিম গঠন করেছে। টিমে ৪৯ জন সমন্বয়ক এবং ১০৯ জন শিক্ষার্থীকে সহ-সমন্বয়ক করা হয়েছে। পরে এই দল আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষার্থীর নাম সমন্বয়ক ও ১০৯ জনের নাম সহ-সমন্বয়ক হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নরসিংদীতে গুলিতে নিহত ১৪ জনের ৯ জনই কিশোর–তরুণ বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্যের এই সমন্বয়ক দল গঠন করা হয়েছে।
শুক্রবার রাত ৮টায় ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.