রাসেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধি: সাধারণ গৃহিণী থেকে ভোটের মাঠ জয় করে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। এখন তার ভাবনাজুড়ে বাল্যবিবাহ বন্ধ এবং সমাজের নির্যাতিত ও পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে কাজ করা। তার নাম শামীমা আক্তার বিথী।
এমন নয় যে; নির্বাচিত হয়েই শামীমা আক্তার নারীদের নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছেন। বরং জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেও সংসার ও চাকরি সামলে স্বাবলম্বী করে তোলার জন্য এলাকার নারীদের নিয়ে কাজ করাসহ সোচ্চার ছিলেন বাল্যবিবাহ রোধ কিংবা নারী নির্যাতন ও নানা বিষয়ের বিরুদ্ধে। বাল্য বিবাহ বন্ধের চেষ্টা করেছেন।নির্যাতন ও পিছিয়ে পড়া নারীদের পক্ষে কথা বলেছেন সব সময়। এসব কাজের সুবাদে এলাকায় তার পরিচিতি বাড়ে।
নাচুনিয়া-জুনারী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তিনি। জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক এবং তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা তথ্য কেন্দ্রের প্রকল্প বাস্তাবায়ন কমিটির সদস্যও। শুরু হয় প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতর থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা।
রাজনৈতিক পরিচয়ে পরিচিত শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন শামীমা আক্তার। নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকার মৃত মোহাম্মদ আবুল কালাম ও সেলিনা আক্তারের মেয়ে শামীমা আক্তার। ২০০৩ সালে তেরখাদা উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা শেখ ইলিয়াছুর রহমান টুকুর পুএ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক, তেরখাদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শেখ শামীম হাসানের সঙ্গে বিয়ে হয় তার।স্বামীর সংসার নিয়ে কাটাতে হয়েছে সময়। হয়েছেন তিন মেয়ে ও এক ছেলে সন্তানের মা। নিতান্তই সাদামাটা এই পরিচয়ের গণ্ডি পেরিয়ে এখন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি।
১২ জুন শামীমা আক্তার বিথী দায়িত্ব নেন উপজেলা পরিষদের নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান হিসেবে।শামীমা আক্তার বলেন, এক বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজের স্বপ্ন দেখেন তিনি, যেখানে নারী-পুরুষ সমানভাবে বিকাশের সুযোগ পাবে। সেই লক্ষ্য সামনে রেখে কাজ করে যেতে চান তিনি।গ্রামের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে শামীমার। নিজের পদে থেকে পদ পদবীর সীমাবদ্ধতা স্বীকার করে নিয়েই বাল্যবিবাহ, যৌতুকসহ যাবতীয় অসংগতির বিরুদ্ধে গ্রামের নারীদের সোচ্চার এবং তাদের সন্তানদের স্কুলগামী করতে উদ্বুদ্ধকরনের কাজ করছেন শামীমা আক্তার বিথী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.