নিজস্ব প্রতিবেদকঃ আগামী নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে সর্বস্তরের জনতার ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিভাগীয় শহর রংপুর নগরীর জিলা স্কুল মোড়ে অবস্থান কর্মসূচির পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ গ্রহণ করেন এ অঞ্চলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সম্মিলিত ছাত্র-জনতা রংপুরের উদোগে এই কর্মসূচিতে মাহির ফয়সালের সভাপতিত্বে ও মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকিরের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রায়হান সিরাজী, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শের ই খোদা আসাদুল্লাহ, মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, মুখপাত্র রিফাত, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী বছরের ডিসেম্বেরে নির্বাচনী তফশিল ঘোষণা হলে এই সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। এ কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারাদেশে এই আন্দোলন দানা-বেধে উঠবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজেদের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
এই দাবিতে আগামী ৩০ অক্টোবর রংপুর বিভাগজুড়ে স্তব্ধ কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.