মেহেরপুর, গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুজন (৩৮) নামে মালয়েশিয়া ফেরত ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার আড়পাড়া কমিউনিটি ক্লিনিকের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার খড়মপুর গ্রামের ইমাদুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আড়পাড়া গ্রামের মজির উদ্দিন জানান, তিনি বাড়িতে অবস্থানকালে হঠাৎ ক্লিনিকের গেটের সামনে বিকট শব্দ শুনতে পান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি মোটরসাইকেল রাস্তায় পড়ে রয়েছে এবং চালক গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি পাখি ভ্যানে করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.