আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। ঘটনাটি দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে ঘটে। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উলটে যায় এবং তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন তেল সংগ্রহ করতে ছুটে আসে। কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, নিহতদের বেশিরভাগই ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।
ফেডারেল রোড সেফটি কর্পসের নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও চলছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে মারাত্মক যানজট তৈরি হয়েছে।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকায় সড়ক দুর্ঘটনা ও ট্যাঙ্কার বিস্ফোরণ প্রায়ই ঘটে, যা প্রধানত রাস্তার খারাপ অবস্থা ও যানবাহনের অপ্রতুল রক্ষণাবেক্ষণের কারণে ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.