নিজস্ব প্রতিবেদক : পুলিশের বাধা উপেক্ষা করে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি যশোরে পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত শিক্ষার্থীরা হলেন- রনি, আকাশ, রানা, তৌহিদুল, রিয়াজ ও ইব্রাহিম।
আন্দোলনকারীরা শ্লোগান দিতে দিতে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে অগ্রসর হলে এসপি অফিস মোড়ে মিছিলকারীদের ব্যারিকেড দেয় পুলিশ। এসময় উত্তেজনা বাড়লে পুলিশ আন্দোলনকারীদের মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ধর্মতলা মোড়ে গিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। কিছুক্ষন পর পুলিশ গিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়।
তবে ছয় শিক্ষার্থীকে আটকের বিষয়ে যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.