শালিখা প্রতিনিধি মাগুরা, মাগুরা জেলা প্রশাসন ও পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে ২০ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম। নির্ভরযোগ্য পরিসংখ্যান ব্যতীত কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। সঠিক ও সময়োপযোগী তথ্য সংগ্রহের মাধ্যমে পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে সঠিক পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.