সাঈদ ইবনে হানিফ ঃ এক সময়ের লিজ দেওয়া জমি এখন জোর পূর্বক অবৈধ দখলে নেওয়ার চেষ্টায় জমির মালিককে হত্যার হুমকিসহ বিভিন্ন রকম মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
এ বিষয়ে সোমবার ২০শে অক্টোবর বিকেলে যশোরের বসুন্দিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই পরিবার।
সংবাদ সম্মেলনে, বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী গ্রামের মৃত মোকছেদ আলি মাষ্টারের কন্যা ভুক্তভোগী ছাবিনা ইয়াসমিন বলেন, কয়েক বছর আগে তার পিতা মোকছেদ আলি মাষ্টার, অভিযুক্ত জামাল ও সেলিম খানকে একটি জমি লিজ দেয়। পিতার মৃত্যুর পর তার পরিবার ওই জমির দখল ছেড়ে দিতে বললে তারা বিভিন্ন রকম টালবাহানা শুরু করে। এক পর্যায়ে জামাল ও সেলিম খানেরা অবৈধ দখল নিতে উল্টো মোকছেদ আলির পরিবারকে হুমকি ধামকিসহ হয়রানি মূলক মামলা দিয়ে নাজেহাল করার অপচেষ্টা চালাচ্ছে।
ইতিমধ্যে ভুক্তভোগী পরিবার ওই চক্রটির অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে থানা পুলিশ, ইউনিয়ন পরিষদ এবং আদালতের শরণাপন্ন হয়েছেন। কিন্তু এতে তারা আরও ক্ষীপ্ত হয়ে আক্রোস মূলক আচরণ করছে বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মৃত মোকছেদ আলির স্ত্রী ছালেহা খানম, মেয়ে নিলিমা ইয়াসমিন, প্রতিবেশী মাহফুজুর রহমান, সিরাজুল ইসলাম ও ইকরামুল সরদার। লিখিত বক্তব্য পাঠ করেন মোকছেদ আলির কন্যা ছাবিনা ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.