চাপাইনবাবগঞ্জ প্রতিবেদক : পুলিশি নির্যাতনের প্রতিবাদে ও তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের নির্যাতনের প্রতিবাদ এবং ২০% বাড়িভাড়া, ১৫০০/- টাকা চিকিৎসাভাতা ও ৫% ইনক্রিমেন্টের দাবিতে আজ ১৯ অক্টোবর -এ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শিক্ষক-কর্মচারী নেতারা অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
কর্মসূচিতে বক্তারা সম্প্রতি শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একইসঙ্গে তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ২০% বাড়িভাড়া, ১৫০০/- টাকা চিকিৎসা ভাতা এবং ৫% বার্ষিক ইনক্রিমেন্ট নিশ্চিতের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন:
সভাপতি: মো: ওবাইদুর রহমান, অধ্যক্ষ, নাচোল মহিলা কলেজ সহ-সভাপতি: মো: তরিকুল সিদ্দিকী, অধ্যক্ষ, শাহনেয়ামতুল্লাহ কলেজ সহ-সভাপতি: মো: শরিফুল আলম, উপাধ্যক্ষ, শাহনেয়ামতুল্লাহ কলেজ সহ-সভাপতি: মো: আব্দুল হামিদ, কানসাট সলেমান মিয়া ডিগ্রী কলেজ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত): মো: বাবুল আখতার, জ্যেষ্ঠ প্রভাষক, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ, শিবগঞ্জ সহ-সাধারণ সম্পাদক: মো: মোস্তাফিজ হোসেন, সহকারী অধ্যাপক রহনপুর মহিলা কলেজ সাংগঠনিক সম্পাদক: মো: ফিরোজ কবির, সহকারী অধ্যাপক, নামোশংকরবাটি কলেজ সহ-সাধারণ সম্পাদক: দিলসাদ তাহমিনা, সহকারী অধ্যাপক, আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজ।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: বাবুল বাসার (রানীনগরী কলেজ), অধ্যক্ষ মো: সারোয়ার আলম (আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজ), অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: গোলাম ফারুক (বালুগ্রাম আদর্শ কলেজ), অধ্যক্ষ মো: নুরূল ইসলাম (শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ), অধ্যক্ষ ফররুখ আহমেদ (শ্যামপুর হাজী মমতাজ মিয়া ডিগ্রী কলেজ), অধ্যক্ষ মো: একরামূল হক (শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজ), অধ্যক্ষ মো: শাহজামান আলী (দিয়াড় মহাবিদ্যালয়), অধ্যক্ষ মো: আজিজুর রহমান (রহনপুর মহিলা কলেজ), অধ্যক্ষ মো: রবিউল আওয়াল (আলিনগর স্কুল অ্যান্ড কলেজ), অধ্যক্ষ মো: রোকনুজ্জামান (আলহাজ মো: সামাদ কলেজ), অধ্যক্ষ মো: রফিউজ্জামান (কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ) এবং অধ্যক্ষ মো: শামসুল ইসলাম (বিরমপুর কলেজ) সহ আরও অনেকে। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.