নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। একইসঙ্গে কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ সম্ভাব্য সকল সহযোগিতা দেবে।
আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের প্রতি এই আহ্বান জানানো হয়েছে বলে সোমবার ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে।
এ প্রক্রিয়ায় ঢাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ঢাবি কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।
ঢাবির কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.