নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আখতার জামানের পুত্র আপন সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর-২০২৫) সন্ধ্যায় বেনেখড়ি গ্রামে মরহুমের কবর জিয়ারত এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে ছুটে যান শার্শা উপজেলা বিএনপির সভাপতি, যশোর-১ (শার্শা) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।
শোক জানাতে এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
এছাড়াও উলশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক কদর আলী, সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি জমাত আলী মেম্বার, আলহাজ্ব শামছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর উদ্দিন ও আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি।
এছাড়া শার্শা উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন আলাল, খায়রুজ্জামান সোহাগ, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, নাভারণ কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান সাজু-সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মরহুম আপনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.