সারাবিশ্ব ডেস্ক : মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়লেন। মুম্বইয়ে তিন দিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ হাজারেরও বেশি অতিথি। শাহরুখ খান, সলমন খানের মতো বলি তারকা থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট রাজনীতিবিদেরা। জেফ বেজস, মার্ক জ়াকারবার্গের নামও ছিল অতিথিদের তালিকায়। বিয়ে উপলক্ষে কী কী উপহার পেলেন নবদম্পতি?
বিয়ে উপলক্ষে অনন্ত এবং রাধিকাকে একটি প্রাসাদোপম বাড়ি উপহার দিয়েছেন মুকেশ এবং তাঁর স্ত্রী নীতা অম্বানী। সেই বাড়ির মূল্য নাকি ৬৪০ কোটি টাকা।
ফিল্মিবিট সূত্রে খবর, দুবাইয়ের পাম জুমেইরায় অনন্ত এবং রাধিকার জন্য একটি বাড়ি কিনেছেন মুকেশ এবং নীতা। সেই বাড়িতে নাকি ১০টি বেডরুম রয়েছে। বাড়ির সঙ্গে রয়েছে ব্যক্তিগত সমুদ্রসৈকতও।
শুধু বাড়িই নয়, কনিষ্ঠ পুত্রবধূ রাধিকাকে ১৩০ কোটি টাকা মূল্যের গয়নাও নাকি উপহার দিয়েছেন মুকেশ এবং নীতা। ফিল্মিবিট সূত্রে এমনটাই জানা গিয়েছে।
কনিষ্ঠ পুত্র অনন্তকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন মুকেশ এবং নীতা। ফিল্মিবিট সূত্রে খবর, ছেলেকে ৫.৪২ কোটি টাকা মূল্যের বেন্টলি কন্টিনেন্টাল জিটিসি স্পিড কার উপহার দিয়েছেন তাঁরা।
অম্বানী-পুত্রের বিয়েতে সপরিবারে উপস্থিত ছিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ফিল্মিবিট সূত্রে জানা গিয়েছে, শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী খান বিয়ে উপলক্ষে অনন্ত-রাধিকাকে ৪০ কোটি টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন। সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি নাকি রয়েছে ফ্রান্সে।
ফিল্মিবিট সূত্রে খবর, নবদম্পতিকে ৩০ কোটি টাকা মূল্যের পান্না বসানো একটি হার উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.