ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার শুড়োপাড়া ও হিরাডাঙ্গা গ্রামে আওয়ামী লীগের হিরণ ও রাজা গ্রæপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
এ সময় লুটপাট করা হয় অন্তত ৩০টি বাড়ির মুল্যবান জিনিসপত্র। আহত হয়েছেন অন্তত ৫ জন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসি জানান, পোড়াহাটি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক ইব্রাহিম খলিল রাজার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
আজ বৃহস্পতিবার সকালে শুড়োপাড়া ও হীরাডাঙ্গা গ্রামে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাংচুর ও লুটপাট করা হয় উভয় পক্ষের অন্তত ৩০ টি বাড়ীঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শহিদুল ইসলাম হিরণ অভিযোগ করেন, তার সমর্থকদের বাড়ির দামি দামি জিনিসপত্র ভেঙ্গে ফেলা হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
যুবলীগ নেতা ইব্রাহিম খলিল রাজা বলেন হিরণ চেয়ারম্যান বহিরাগতদের নিয়ে গ্রামে হামলা চালায়। এতে যারা প্রকৃত আওয়ামী পরিবারের লোকজন ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, সকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিলো। সংবাদ পাওয়ার পর আমরা সেখানে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.