খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।“তরুণের উৎসব উপলক্ষ্যে —এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খাগড়াছড়িতে জেলা ক্রীড়া পরিষদের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় মাসব্যাপী বালক অনুর্ধ্ব-১৫ এর সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে সদর উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাবীন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের পরিচালক ঞ্যোহ্লা মং,জেলা ক্রীড়া সংস্থা'র এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়াসহ ক্রীড়া সংস্থা'র অন্যান্য সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,পার্বত্য এলাকায় সাঁতার জানা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই শিশুদের সাঁতার শেখানো হলে দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশও ত্বরান্বিত হয়। সাঁতার কেবল একটি খেলা নয়, এটি জীবনের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ দক্ষতা।
তারা আরও বলেন, জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভাবান সাঁতারু তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মাসব্যাপী এই প্রশিক্ষণে অনুর্ধ্ব-১৫ বয়সী বালকদের সাঁতারে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা বাড়ানোর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০জন প্রশিক্ষণার্থী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.