সুলতান মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৩৫ জন বিভাগীয় প্রধানকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। ইতোমধ্যে তাদের স্ব-স্ব বাসভবনে পৌঁছে দেয়া হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে উদ্ধার করেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে টানা ৪ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন তারা।
সে সময় টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে আন্দোলনকারীদের প্রশাসন ভবনের সামনে থেকে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। পরে প্রশাসন ভবন থেকে উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদসদের মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব ও বিজিবি কাজ করছে।
রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, এর আগে শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি আমরা। তাদের আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা নিজেদের দাবিতে অনড় রয়েছে। বাধ্য হয়ে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন সবকিছুই প্রশাসনিকভাবে দেখা হবে।
পাঁচ দফা দাবিতে দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনকারীরা। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.