খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।। “মানবতার সেবায় সেনাবাহিনী” — এই অঙ্গীকারকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী মহালছড়ির দূরবর্তী পঙ্খীমুড়া এলাকায় এ সেবা প্রদান করা হয়।
অর্থনৈতিকভাবে অস্বচ্ছল ও দরিদ্র মানুষের জন্য আয়োজন করা এই চিকিৎসা কার্যক্রমে শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। রোগীদের মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, দাঁতের ব্যথাসহ নানা সাধারণ রোগে আক্রান্ত মানুষ ছিলেন।
চিকিৎসা সেবা প্রদান করেন মহালছড়ি জোনের বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন। তিনি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেন এবং রোগ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বলেন, “অর্থের অভাবে অনেক সময় চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। আজকের এই সেবা আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করেছে।”
এ সময় মহালছড়ি জোনের কর্মকর্তারা বলেন, সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তারক্ষায় নয়, বরং জনসেবায়ও সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে মহালছড়ি জোনের এই উদ্যোগ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.