নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দিনভর সহিংসতার পর রাতে রাজধানীর নয়াপলন্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ওই অভিযান চালানো হয়। এসময় কয়েক শ লাঠিসোঁটা, ককটেল উদ্ধারের পাশাপাশি কয়েকজনকে আটক করা হয়েছে।
অভিযান ঘিরে কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্যের উপস্থিতি দেখা গেছে।
শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি, জামায়াত-শিবির ঢুকে পড়েছে, গত দুই দিনে সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও নেতাদের কাছ থেকে এমন বক্তব্য আসছিল। এরই মধ্যে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। এছাড়া সাংগঠনিকভাবে নয়, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আজ থেকে মাঠে থাকার কথা জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল নেতারা। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে। এরই মাঝে মঙ্গলবার দিবাগত রাতে জাতীয় প্রেসক্লাবের সামনে দুইটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ অবস্থায় বিএনপি কার্যালয়ে অভিযানে গেল গোয়েন্দা পুলিশ। অভিযানের নেতৃত্বে রয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।
অভিযানে বিএনপি কার্যালয় থেকে পাঁচ শতাধিক বাঁশের লাঠি, শতাধিক ককটেল, সাতটি দেশি-বিদেশি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ডিএমপির ডিবিপ্রধান।
অভিযানে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাসহ সাতজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ অনেকে দৌড়ে পালিয়েছেন বলে জানান ডিবিপ্রধান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.