নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ২৭ জুলাই। গতকাল বৃহস্পতিবার সকাল বিকাল ৪ টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ে ১৫ পদের বিপরীতে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু।
এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, দফতর সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্যের ৬ পদের বিপরীতে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সভাপতি পদে জমা দিয়েছেন জাহিদ হাসান টুকুন ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। সহসভাপতির দুটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। এরা হলেন ওহাবুজ্জামান ঝন্টু, শেখ আব্দুল্লাহ হুসাইন, শেখ দিনু আহমেদ ও সৈয়দ শাহাবুদ্দিন আলম। সাধারণ সম্পাদক পদে এস এম তৌহিদুর রহমান, আহসান কবীর ও এইচ আর তুহিন মনোনয়নপত্র জমা দেন।
যুগ্ম সম্পাদকের ২টি পদে ২ জন হলেন জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ। তারা দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন ও জাহিদ আহমেদ লিটন। দফতর সম্পাদক পদে আবদুল কাদের ও তহীদ মনি। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুজ্জামান মুনির ও দেওয়ান মোর্শেদ আলম। এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, শহিদ জয়, শিকদার খালিদ, সাইফুর রহমান সাইফ, মোকাদ্দেছুর রহমান রকি, এহসান-উদ-দৌলা মিথুন, আব্দুল ওয়াহাব মুকুল, সফিক সায়ীদ, হাবিবুর রহমান মিলন ও নুরু ইসলাম।
আগামী ২৭ জুলাই প্রেসক্লাব যশোরের নির্বাচন। এ দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। একই দিন ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
১৫ জুলাই মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্রের ওপর আপত্তি শুনানি ও নিষ্পত্তিকরণ ১৭ জুলাই, বৈধ মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ জুলাই। প্রার্থীতা প্রত্যাহার ১৯ জুলাই (দুপুর ২ টা পর্যন্ত) এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২০ জুলাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.