নিজস্ব প্রতিবেদকঃ আগামী জাতীয় সংসদ জুলাই সনতের ভিত্তিতে নির্বাচন পি আর পদ্ধতিতে অনুষ্ঠিতসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নীলফামারী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল সহ প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ছাদের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে ৫ দফা দাবির মধ্যে উল্লেখ করা হয়েছে—
১️। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি।
২️। সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতির প্রবর্তন।
৩️। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
৪। বর্তমান সরকারের গ*ণহ*ত্য|, নির্য|তন ও দুর্নীতির বিচার দাবি।
৫️। স্বৈরাচারপন্থী দলসমূহের কার্যক্রম নিষি*দ্ধ ঘোষণা।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই ৫ দফা দাবি বাস্তবায়ন জরুরি।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.