এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ শশুর বাড়ির পরিবারের মানসিক নির্যাতন ইন্টার্ণি চিকিৎসক অপরাজিতা রায় আখিঁর আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
তারা ক্লাস ও পরীক্ষা বর্জন রবিবার দুপুর ১২ টায় মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক ঘন্টাব্যাপী উক্ত কর্মসূচি পালন করন। আন্দোলনে শিক্ষার্থীরা এসময় অপরাজিতা রায় আখির শ্বশুর সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাসকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী শিক্ষার্থী অপরাজিতা রায় আঁখি গত কয়েক মাস আগে ডা. শংকর প্রসাদ বিশ্বাসের ছেলে ডা. রাহুল দেব বিশ্বাসের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কি বিয়ের পর থেকে অপরাজিতা আখিঁর স্বামীর সংসার মানসিক নির্যাতনের কারণে তাদের দাম্পত্য জীবন দুর্বিসহ হয়ে ওঠে। যার কারণ অপরাজিতা আখিঁ গত কয়েকদিন দিন তার বাবার বাড়ি যশোর জেলার অভয়নগর চলে যান।
একপর্যায় গত শনিবার (১৩ জুলাই) বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি। এখবর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত মেডিকেল শিক্ষার্থীরা আজ ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন। এসময় তারা অভিযোগ করে বলেন, অপরাজিতা আখিঁর স্বামী রাহুল দেবসহ তার পরিবারের লোকজন তাকে কৌশলৈ আত্মহত্যায় প্ররোচনা করে এটিকে ভিন্নখাতে প্রচারের চেষ্টা করেছেন।
তারা আরো বলেন, অপরাজিতা আখিঁ মৃত্যুর আগে তার বিভিন্ন সূসাইড নোট থেকে জানা গেছে তাকে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মানসিকভাবে টর্চারসহ আত্মহত্যায় প্ররোচনা করেছেন। এসময় শিক্ষার্থীরা আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তিসহ মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদের অপসারণর জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী সামিয়ান বিন ইমু, ফারহা সামাা রহমান, প্রিতম দাস, ৪র্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজুর রহমানসহ অন্যান্যরা।
তবে, সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাস আত্মহত্যা প্ররোচনার বিষয়টি অস্বীকার করে বলেন, তার কোন কন্যা সন্তান না থাকায় তিনিসহ তার স্ত্রী অপরাজিতা আখিক নিজৈর সন্তানের মতো দেখতেন। তিনি আরো বলেন, সে আতহত্যা করেনি। শারিরীক সমস্যার কারনে তার মৃত্যু হয়ৈছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.