খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ জুলাই ১১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4068 বার
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে নড়াইল সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শামীম আহমাদ প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।
এ নির্বাচনে মো: সাজ্জাদ হোসেন পেয়েছেন আনারস প্রতীক, মো: জাহিদুর রহমান ঘোড়া প্রতীক. সৈয়দ তরিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীক এবং মাসুদুর রহমান গুলু পেয়েছেন চশমা প্রতীক। নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা দুই প্রার্থী নুরুল ইসলাম ও মো: মিজানুর রহমান তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় চার প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন।
সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,গত ২১ মে অনুষ্ঠিত হওয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া অংশগ্রহণের জন্য পদত্যাগ করায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদটি শুণ্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী এ ইউপি উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ৪জুলাই, যাচাই-বাছাই ছিল ৫ জুলাই। যাচাই-বাছাই শেষে উপ-নির্বাচনে অংশগ্রহনের জন্য জমা দেয়া ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।
এ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দের দিন ছিল ১১ জুলাই এবং আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫হাজার ৯৪২।