নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পাওন কুমার তুলসি দাস বাদে এবং হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি গৌরব কুমার আগারওয়াল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর-২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বেনাপোল বন্দরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তারা বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন। বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণে গৃহীত পদক্ষেপ তাদের দৃষ্টি কাড়ে।
এ সময় দুই দেশের মধ্যকার বাণিজ্যিক কার্যক্রমের উন্নয়ন, সীমান্ত বাণিজ্যের সুষ্ঠু প্রবাহ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পরিদর্শনের একপর্যায়ে ভারতীয় প্রতিনিধি দল বন্দরের কার্গো টার্মিনাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার পাওন কুমার ও দ্বিতীয় সেক্রেটারি গৌরব আগারওয়াল বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, “ভারতীয় ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি ভারতে যাওয়ার পথে সৌজন্যবশত বেনাপোল বন্দরে আসেন। তারা বন্দরের সাম্প্রতিক উন্নয়ন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।”
পরিদর্শনকালে বেনাপোল বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস, ও ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.