খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
শিশুদের জীবন রক্ষায় এবং টাইফয়েড রোগ প্রতিরোধে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় টিকাদান কর্মসূচি চলবে। এ সময় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ৭০১টি প্রাথমিক বিদ্যালয়, ১৮১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১১টি মাদ্রাসায় টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়াও ৯টি স্থায়ী কেন্দ্রসহ ৯২৪টি কমিউনিটি টিকাদান কেন্দ্র এবং ৯৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৬৪৭ জন শিশু। কর্মসূচিটি মোট ১০ কর্মদিবসে সম্পন্ন হবে। পরবর্তী দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে (গ্রাম ও শহরে) স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফারুক আব্দুল্লাহ, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনোয়ার কবির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খাঁসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, “টাইফয়েড প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে সন্তানের জন্য টিকা নিশ্চিত করতে হবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.