নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর ডিমলায় ভাতিজি বউয়ের লোহার রডের আ*ঘা*তে চাচা শ্বশুর খু*ন হয়েছে । ঘটনাটি ঘটেছে ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে গত ২ অক্টোবর বিকেলে পারিবারিক বিষয়ে চাচাতো জ্যাটাতো দুই জা, শাহিনা বেগম ও বিথি বেগমের মধ্যে ঝগড়া শুরু হয়। এই ঝগড়া একসময় মারামারিতে রূপ নেয়। ঘটনা দেখে মৃত্যু রহিম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৫৫) চাচা শশুর, মারামারি থামাতে গেলে ভাতিজি বউ মোছা, বিথি আক্তার (৩৫) রড দিয়ে চাচা শশুর আব্দুস সাত্তারের মাথায় আ*ঘা*ত করলে আব্দুস সাত্তার গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। প্রতিবেশী জাহিদুল, আরিফ ও আনারুল হকসহ এলাকাবাসী আব্দুস সাত্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আ,ছাত্তার ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৫ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন হাসপাতাল কর্তৃপক্ষ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অক্টোবর রাত ৯ টার দিকে তার মৃ*ত্যু হয়। তার এ মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ডিমলা-ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো, নিয়াজ মেহেদী ও ডিমলা থানার অফিসার ইনচার্জ ভাবলে এলাহী মঙ্গলবার ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
এ ঘটনায় আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মাজেদ ৭ জন নামীয় ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি।
মামলা তদন্তকারী কর্মকর্তা মো, আতোয়ার হোসেন জানান, মালার কাগজ পত্র হাতে পাওয়ার পর ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টার অব্যাহত রয়েছে । আসামীদের গ্রেপ্তারের জন্য সোর্স নিয়োগ করেছি। ইনশাল্লাহ আশা করি অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে পারবো।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মো,ফজলে এলাহী, হত্যা মামলা দ্বায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.