নিজস্ব প্রতিবেদকঃ আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। এ বছরের প্রতিপাদ্য—‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।’
ডিজিটাল যুগে যোগাযোগ ও বাণিজ্যের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের গুরুত্ব নতুনভাবে উঠে আসছে। একসময় শুধু চিঠি ও পার্সেল আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও এখন এটি দেশের ই-কমার্স ও ডিজিটাল সেবার গুরুত্বপূর্ণ অবলম্বন হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ডাক বিভাগের আধুনিকায়নের মাধ্যমে এটি আবারও জনজীবনের অপরিহার্য অংশে পরিণত হতে পারে। এজন্য প্রয়োজন অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা, দ্রুত ডেলিভারি, মোবাইল পেমেন্ট ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করা। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে ডাক বিভাগকে স্মার্ট, দক্ষ ও আস্থাভাজন প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারলেই এটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলবে।
বিশ্ব ডাক দিবসের সূচনা হয় ডাক ব্যবস্থার ইতিহাস ও বৈশ্বিক সংযোগের গুরুত্ব স্মরণে। ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU)—যা বিশ্বের ডাকব্যবস্থাকে একত্রিত করার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। পরে ১৯৬৯ সাল থেকে জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থার উদ্যোগে প্রতিবছর ৯ অক্টোবর দিনটি উদযাপন শুরু হয়।
বর্তমানে বিশ্বজুড়ে ডাক বিভাগ শুধু চিঠি বহন নয়, বরং ই-কমার্স ডেলিভারি, ফিনটেক সেবা ও সরকারি তথ্য প্রেরণের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করছে। বাংলাদেশেও ডাক বিভাগকে যুগোপযোগী রূপ দিতে নানা সংস্কার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের প্রত্যাশা—প্রযুক্তিনির্ভর এই নতুন যুগে ‘জনগণের জন্য ডাক’ হবে আরও স্মার্ট, সাশ্রয়ী ও জনগণের কাছে পৌঁছানো এক বিশ্বাসযোগ্য সেবা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.