নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ সংক্রান্ত আলোচনা সভার প্রারম্ভিক বক্তৃতায় বললেন, “আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে।”
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমাদের কাছে এটি পরিষ্কার হতে হবে যে, আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে স্বনির্ভর হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আমাদের কোনো বিকল্প নেই।”
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমাদের অভ্যাস পাল্টাতে হবে। আত্মনির্ভর হতে হলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটি কঠিন হলেও এ কাজে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর বাংলাদেশ।”
‘নিজের পায়ে দাঁড়ানোর জন্য এ জাতির যথেষ্ট ক্ষমতা আছে, তারুণ্য সৃজনশীলতা আমাদের শক্তি। এ শক্তি ও সুযোগ আমাদের আছে, এটিকে কাজে লাগাতে হবে’-যোগ করেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূসের সভাপতিত্বে সভায় উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য ও ব্যবসায়ীসহ উচ্চপর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.