খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে সনাতনী মুচকি হাসি পরিবার। বিকেলে জেলার সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের বড়পাড়া গ্রামে এই বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৮০ জন অস্বচ্ছল নারী-পুরুষের হাতে থামি, ধুতি, লুঙ্গি, গেন্জি ও শাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতনী মুচকি হাসি পরিবারের সদস্যবৃন্দ ও এলাকার যুব সমাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মুখে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।“আমরা চাই সবাই মিলে আনন্দ ভাগাভাগি করি— কেউ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়,”
বলেছেন আয়োজক দলের এক সদস্য।
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,
“সনাতনী মুচকি হাসি পরিবার প্রতিবছরই এমন মানবিক কাজ করে থাকে। তাদের এই ধারাবাহিকতা সত্যিই প্রশংসনীয়।”
উল্লেখ্য, সমাজে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে ‘সনাতনী মুচকি হাসি পরিবার’।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.