খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মো. ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি, রাজবাড়ি, মধুবাজার, পিটিআই ও ঠাকুরছড়া এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা “ভোট দিন ধানের শীষে” — এই স্লোগানে মুখরিত হয়ে জনসাধারণের মাঝে ওয়াদুদ ভূঁইয়ার উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক আদর্শ তুলে ধরেন।
গণসংযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা বাড়ি-বাড়ি গিয়ে, দোকানপাটে ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নেতাকর্মীরা বলেন, “ওয়াদুদ ভূঁইয়া পাহাড়ি ও বাঙালির আস্থা ও বিশ্বাসের প্রতীক। খাগড়াছড়ি জেলার মানুষের উন্নয়ন, শান্তি ও সহাবস্থানের জন্য তার ভূমিকা অতুলনীয়।”
তারা আরও বলেন, বিএনপির এ প্রার্থী অতীতেও জনগণের পাশে ছিলেন, ভবিষ্যতেও তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করবেন।
গণসংযোগ চলাকালে এলাকাবাসীও আগ্রহভরে নেতাকর্মীদের কথা শোনেন এবং শান্তিপূর্ণভাবে তাদের স্বাগত জানান।
সদর উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী দিনগুলোতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.