খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
শিক্ষার আলো পাহাড়ের প্রতিটি ঘরে পৌঁছে দিতে এবং তরুণ প্রজন্মকে জ্ঞান ও খেলাধুলায় এগিয়ে নিতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে মহালছড়িতে শিক্ষার্থী ও এতিমখানার শিশুদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) খাগড়াছড়ি জেলার মহালছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, স্কেল, পেন্সিল ও বক্স তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট বল, ফুটবল, ব্যাট এবং হোয়াইট বোর্ড উপহার দেওয়া হয়, যা শিক্ষার্থীদের শিক্ষা ও বিনোদনের পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন,“খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে আলোকিত প্রজন্ম।”
শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি মহালছড়ি নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মহালছড়ি নতুনপাড়া ইমাম হোসাইন (রা.) কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন শরীফ ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাবেক সহ-সভাপতি বাচ্চু আহমেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু। এছাড়া মহালছড়ি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ মো. জাহাঙ্গীর আলম, মো. কাউছার ইসলাম, খালেদ মাসুদ সাগর, আব্দুল কাদের সিয়ামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এটি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মনোবল আরও বাড়াবে।
শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.