যশোর অফিস : যশোরে কাস্টমস অ্যান্ড এক্সাইজে সহকারী কমিশনার হিসেবে কর্মরত আছেন বিশিষ্ট কবি ও উপন্যাসিক মোঃ মেহেবুব হক। তিনি গত ২৩ সালের ৫ই নভেম্বর যশোর কাস্টমস অ্যান্ড এক্সাইজে যোগদান করেন।
মেহেবুব হক যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের উত্তর বুরুজবাগানে ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. ফজলুল হক ও মাতার নাম মমতাজ বেগম। সন্তানের মধ্যে তিনি বড়। ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন। শিক্ষাগত জীবনে তিনি ২০০১ সালে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৩ সালে ক্যান্টনমেন্ট কলেজ, যশোর থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করার পর বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ২০০৯ সালে বিএসসি-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী লাভ করেন।
কবি মেহেবুব হক তিন বার বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি লাভ করেন। ২৯ তম বিসিএস এর মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী, ৩০তম বিসিএস এর মাধ্যমে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড-এ (কাস্টমস এন্ড এক্সাইজ। ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদান করেন ও ৩১তম বিসিএস এর মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে মনোনীত হন। বর্তমানে তিনি ৩০ তম বিসিএস (কাস্টমস এন্ড এক্সাইজ) এর মাধ্যমে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড-এ ডেপুটি কমিশনার পদে কর্মরত আছেন। পাশাপাশি তিনি আইএমএফ ইনস্টিটিউট, ওয়াশিংটন ডিসি (ইউএসএ) হতে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট (অনলাইন) এবং ভ্যাট অনলাইন প্রজেক্টের আওতায় মাহানাকর্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি, ব্যাংকক, থাইল্যান্ড হতে স্বশরীরে রেভিনিউ ম্যানেজমেন্ট ট্রেনিং সম্পন্ন করেন।
কবি মেহেবুব হক ছোটবেলা থেকেই তিনি সাহিত্যনুরাগী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করতেন। তবে কর্মজীবনে প্রবেশের পরই তার সাহিত্য প্রতিভার বিকাশ হতে থাকে এবং ২০১৯ সাল হতে তার প্রকাশনা শুরু হয়। তিনি প্রেম, বিরহ, দ্রোহ, সুফিজমসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ব্যস্ত সময় পার করেন।
এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ: (১) ভালোবাসার নীলপদ্ম (২০১৯), (২) নিরন্তর তুমি (২০১৯) (৩) মানবতার দর্পণ (২০১৯), (৪) নীল প্রজাপতি (২০২০), (৫) নাতে রাসূল (সা.) (২০২১), (৬) মহামানব (২০২২), (৭) ঐশী ছোঁয়া (২০২৩), (৮) পবিত্রতার স্নিগ্ধ সাগরে (২০২২), (৯) মুগ্ধতার অন্তহীন দিগন্তে (২০২২), (১০) ভালোবাসার অচিন পাখি (২০২৩) ,(১১)তুমি ভালো থেকো (২০২৪) (১২) প্রজ্ঞার আলো (২০২৪)
শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আর এজন্য তিনি অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে (১) কাব্যকথা সাহিত্য পরিষদ আয়োজিত “জাতীয় সাহিত্য উসব-২০২৩” অনুষ্ঠানে কাব্যসাহিত্যে অবদানের জন্য তিনি ‘জাতীয় সাহিত্য পুরস্কার’ ও সনদপত্র পান। (২) ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কর্তৃক আয়োজিত ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২ ক্রেস্ট ও সনদপত্র’ পান। (৩) তিনি ৮ম ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ বিভাগে এ বছর পুরস্কার পান। (৪) তিনি ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘সাহিত্য ও সংগঠন’ বিভাগে এবছর খ্যাতিমান কবি ও সংগঠক আজীবন সম্মাননা পান। (৫) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩, সম্মাননা সনদসহ ফেলোশীপ পান। (৬) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৪, সম্মাননা সনদসহ ফেলোশীপ পান প্রজ্ঞার আলো বইয়ের জন্য।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.