গ্রামের সংবাদ ডেস্ক : বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে। সংস্থাটির সদস্য হিসেবে ৫৩ বছরের ইতিহাসে এটিই প্রথমবারের মতো সর্বোচ্চ পদে বাংলাদেশের নির্বাচিত হওয়া।
সোমবার (৭ অক্টোবর) ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ৩০–২৭ ভোটে জাপানের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন। তিনি বর্তমানে ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স, মোনাকো ও কোত দিভোয়ার রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।
রাষ্ট্রদূত তালহা আগামী সাধারণ সম্মেলনে ইউনেস্কোর বর্তমান সভাপতি রোমানিয়ার সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন। সম্মেলনটি অনুষ্ঠিত হবে চলতি অক্টোবর মাসের শেষদিকে উজবেকিস্তানের সমরখন্দে।
প্রতিদ্বন্দ্বিতায় শুরুতে জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া অংশ নিলেও সেপ্টেম্বরে ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
এই বিজয়কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুগান্তকারী অর্জন বলে অভিহিত করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। স্থায়ী মিশনের সফল কূটনৈতিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানাই।’
শিক্ষা উপদেষ্টা ড. আবরার বলেন, ‘এই নির্বাচন বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও শিল্পের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি এবং মনোযোগের প্রতিফলন।’
আর সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী বলেন, ‘ইউনেস্কোর সাম্প্রতিক কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। এই নতুন ভূমিকা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরবে।’
এটি দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত তালহা বলেন, ‘ইউনেস্কোর আদর্শ বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.