নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ৭৪ বোতল ফেন্সিডিলের বিকল্প মাদক ভারতীয় উইনসারেক্স (WINCEREX) কফ সিরাপ উদ্ধার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্তজুড়ে বিজিবি'র গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৭৪ বোতল উইনসারেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা তৎপর রয়েছে। এসব অপরাধ নির্মূলে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সীমান্ত এলাকায় মাদকের মতো ভয়াবহ মরণব্যাধির বিরুদ্ধে এমন সফল অভিযান সীমান্তবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.