খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার গহীন জঙ্গলে ইউপিডিএফের গোপন আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৬ অক্টোবর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও নাশকতামূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে পানছড়ির যুবনেশ্বর পাড়া এলাকায় ইউপিডিএফের শীর্ষস্থানীয় সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সেনা সদস্যরা আস্তানাটি ঘেরাও করে তল্লাশি শুরু করলে উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ইউপিডিএফ সদস্যদের ব্যবহৃত ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১৫টি সংগঠনের ব্যানার, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি মোবাইল ফোন, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।
অভিযান চলাকালে ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের জোরপূর্বক সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য করে বলে জানিয়েছে সেনা সূত্র। সাম্প্রতিক ঘটনাগুলোর বিশ্লেষণে দেখা গেছে, ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের ব্যবহার করে নাশকতামূলক কার্যক্রমে জড়াচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.