যশোর অফিস : যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। আজ রোববার সকাল ১০টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করে। এতে এক ঘন্টা যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ভুক্তভোগীরা জানান, যশোর পৌর এলাকার একাংশের পানি সাত নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক, শংকরপুর হয়ে হরিণার বিলে গিয়ে পড়ে। কিন্তু এ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে গড়ে তোলা হয়নি। যে কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। ঘরে প্রবেশ করেছে পানি। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
ভুক্তভোগীরা বলছেন, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে ভোগান্তির শিকার হতে হয় তাদের। গত তিন দিন ধরে পানিবন্দি হয়ে রয়েছেন তারা। নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় নিরুপায় হয়ে সমস্যার সমাধানে রাস্তায় নেমে এসেছেন। অবিলম্বে তারা পানি নিষ্কাশন উদ্যোগ গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী (পয়ঃ ও পানি নিষ্কাশন) এস এম কামাল হোসেন বলেন, ড্রোন গুলো প্রতিনিয়তই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তবে গতকাল যশোরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। যে কারণে জলবদ্ধতা দেখা দিয়েছে। বেশিরভাগ পানি নেমে গেছে। তবে ৭ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্প হাতে নেয়া হয়েছে। শিগগিরই প্রকল্প বাস্তবায়ন হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.