খাগড়াছড়ি প্রতিনিধি।।বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা সোমবার (৬ অক্টোবর) খাগড়াছড়িতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
ভোর থেকেই জেলার বিভিন্ন বিহারে ভক্ত-অনুরাগীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। খাগড়াছড়ি সদর, পানখাইয়া পাড়া, ধর্মপুর, সারিপুত্র পালিটোল, য়ংড বৌদ্ধ বিহার ও বিশ্বশান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি বিহারে চলে দিনব্যাপী পূজা, প্রার্থনা ও দান-ধ্যান অনুষ্ঠানমালা।
দায়ক-দায়িকারা ভোরবেলা থেকেই বিহারে এসে অংশ নেন বুদ্ধ পূজা, পদ্ম ও শাপলা ফুল দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পিন্ডদান, চীবর দান, হাজার বাতি দান, ও প্রদীপ প্রজ্জ্বলনসহ নানা ধর্মীয় কর্মকাণ্ডে।
প্রার্থনায় অংশ নিতে আসা ভক্ত প্রকৃতি চৌধুরী বলেন,“প্রতি বছরের মতো এবারও আমরা বুদ্ধের উদ্দেশ্যে ফুল দিয়ে প্রণাম করেছি। নিজের, পরিবারের এবং সকল জীবের সুখ ও মঙ্গল কামনায় প্রার্থনা করছি।”
য়ংড বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা জানান, “প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধি ও অনুতাপের প্রতীক। দিনব্যাপী নানা দান-ধ্যান ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।”
এদিকে বিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাস্থবির বলেন, “প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সমাজকে আত্মসমালোচনা ও সংশোধনের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। এটি শান্তি, সহমর্মিতা ও মঙ্গল কামনার উৎসব।”
সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলো। ধর্মীয় আচার-অনুষ্ঠানে ভক্তদের অংশগ্রহণে সমগ্র শহরজুড়ে ছড়িয়ে পড়ে শান্তি, ভক্তি ও পুণ্যের আবহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.