স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ইসলামি শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় পদশুণ্য হওয়ার ২ বছর পর উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন মাওলানা মো: বদিউজ্জামান।
গত ১ অক্টোবর ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মো: মুহিব্বুল ইসলাম ও সকল শিক্ষক কর্মচারী বৃন্দের উপস্থিতিতে মাদরাসার শিক্ষক কমনরুমে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিয়োগ বোর্ডে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করায় মো: বদিউজ্জামানকে ২৭ সেপ্টেম্বর মাদরাসার গভর্নিং বডি নিয়োগ অনুমোদন করেন।
১ অক্টোবর তিনি এই পদে যোগদান করেন। তিনি বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন এর তেঘরি গ্রামের মোঃ আব্দুল খালেক খন্দকার এর পুত্র।
এর আগে তিনি নড়াইলের চাচঁড়া দারুল উলুম আলিম মাদরাসায় ৫ বছর হিসেবে অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তার পূর্বে ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় ৪ বছর অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.