নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে শার্শা থানা পুলিশ। তাদের এই মানবিক উদ্যোগে প্রশংসা জানিয়েছে এলাকাবাসী।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উলাশী ইউনিয়নের পানবুড়ি গ্রামে স্থানীয় লোকজন এক মানসিক ভারসাম্যহীন নারীকে ঘোরাফেরা করতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায়। খবর পেয়ে শার্শা থানার এসআই হযরত আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করেন।
পরে থানায় এনে যাচাই-বাছাই করে সাতক্ষীরা জেলার তালা থানার শোনাবাদল গ্রামের অনিমা (৫৭), স্বামী গোসাই — এই পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরবর্তীতে তালা থানা পুলিশের সহায়তায় অনিমার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে অনিমার ছেলে গৌরব সরকার (২৪) শার্শা থানায় এসে তার মাকে সনাক্ত করেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গৌরব জানান, তার মা তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তারা।
তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের সহায়তায় আমি আমার মাকে ফিরে পেয়েছি। এজন্য আমি শার্শা থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি চির কৃতজ্ঞ।”
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি আমাদের দায়িত্ব। জনগণের সেবা ও মানবিক বিষয়গুলোতে পুলিশ সবসময় পাশে থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.