নিজস্ব প্রতিবেদকঃ যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশিকে কেন্দ্র করে এক বাসচালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বেনাপোলের পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী একটি সোহাগ পরিবহন বাস চেকপোস্টে পৌঁছালে তল্লাশির সময় বিজিবির এক সদস্য ড্রাইভার মো. অপুকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পরপরই বিষয়টি ছড়িয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ড্রাইভার অপু অভিযোগ করে বলেন, “তল্লাশির সময় কোনো কারণ ছাড়াই আমাকে বিজিবির এক জোয়ান মারধর করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা সুবেদার মাহবুব বলেন, “ড্রাইভারকে মারধর করা দুঃখজনক। বিষয়টি আমরা থানায় বসে মীমাংসার উদ্যোগ নিচ্ছি।”
অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.