নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক যশোর।
শনিবার দিনব্যাপী যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রানার আপ হয়েছে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা। তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে ও খুলনা বিভাগীয় সংস্থা এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগের মেহেরপুর ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা বাদে অন্যান্য জেলার ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেন ১২০ জন ছেলে ও মেয়ে।
দিনব্যাপী চলা এ প্রতিযোগিতার সমাপনী ঘটে সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাবীব উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান।
যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেশ তায়কোয়ানডো ফেডারেশনের কৌশলগত উন্নয়ন কমিটির উপদেষ্টা এ কে এম রফিকুল ইসলাম, প্রতিযোগিতার সমন্বয়ক তবিবুর রহমান প্রমুখ। যশোর ৪৮টি পদক নিয়ে সেরা হয়েছে। এর মধ্যে স্বর্ণ ১৬টি, রৌপ্য ১৯টি ও ১৩টি ব্রোঞ্জ পদক পেয়েছে। দ্বিতীয় হওয়া কুষ্টিয়া ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক এবং তৃতীয় হওয়া নড়াইল জেলা ৪টি স্বর্ণ, ৫টি রোপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.