নিজস্ব প্রতিবেদক : পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় বিশাল এ কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে শুক্রবার বিকালে সেতুর মাওয়া প্রান্তে হতে যাচ্ছে সমাপনী সুধী সমাবেশ। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চারদিকে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় এখন পদ্মা তীরের মানুষ।
মাওয়া প্রান্তেই পদ্ম সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেখানেই প্রকল্পের সফল সমাপ্তি ঘোষণা করবেন তিনি। এখন দিনরাত পদ্মার বুক চিরে চলছে ট্রেন ও যানবহন। যে স্বপ্ন ধারণ করে গড়ে উঠেছিল পদ্মা সেতু, সেই স্বপ্নের বাস্তবতা এখন দৃশ্যমান পদ্মার বুকে। সেতুর দুই তীরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র, শিল্প স্থাপন এবং সহজ যাতায়াত ব্যবস্থার কারণে মানুষের জীবনযাত্রায় ইতোমধ্যেই এক বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে।
পদ্মা সেতু হয়ে সড়ক ও রেল পথের যাতায়াত ছাড়াও হাইভোল্টের লাইনে রামপাল ও পায়রার বিদ্যুৎকেন্দ্র থেকে রাজধানী ঢাকায় আসছে বিদ্যুৎ। নদী শাসন ব্যবস্থাপনায় বন্ধ হয়েছে পদ্মা পাড়ের ভাঙন। প্রস্তুত হয়েছে সেতুজুড়ে ৭৬০ মিলিমিটার ব্যসের গ্যাস লাইন। অর্থাৎ আনুষ্ঠানিক সব কাজই সম্পন্ন হয়েছে। এখন তাই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি টানার অপেক্ষা। এজন্য শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে পদ্মা সেতুর নির্মাণ কাজে চীনা প্রতিষ্ঠানগুলো কাজ করেছে। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা এখন নিজ দেশে চলে যাবেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেছেন, এই সমাবেশে কূটনীতিক, রাজনীতিবিদসহ দেড় হাজার সুধী অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। জোরদার করা হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
পদ্মা সেতু নির্মাণ শেষে ২০২২ সালের ২৫ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেদিন মাওয়া প্রান্তে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়িতে করে পদ্মা সেতু পার হন। এরপর শুরু হয় পদ্মা সেতু হয়ে রেল চলাচল। এদিকে বহুমুখী এই সেতু প্রকল্পের অন্যান্য সব কাজের নির্মাণ মেয়াদসীমা শেষ হয়েছে গেল মাসের ৩০ তারিখ। তার আগেই শেষ হয় বহুমুখী প্রকল্পের সব কাজ। এ উপলক্ষে মাওয়া প্রান্তে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.