শালিখা (মাগুরা) প্রতিনিধি: মানুষের মৌলিক অধিকারের একটি অন্যতম বিষয় হলো স্বাস্থ্যসেবা। আর এই স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তৃণমূলে একটি হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেরই টাকা আছে কিন্তু সেই টাকা দিয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়বে এরকম লোকের অভাব। তাই আজ এই হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করে তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে যারা ভূমিকা রাখছে আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
আজ বুধবার মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালি বাজারে মা ফাতেমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডঃ বীরেন শিকদার এসব কথা বলেন।
হাসপাতালের পরিচালক বিল্লাল হোসেনের প্রশংসা করে ডঃ বীরেন শিকদার বলেন, বিল্লাল হোসেনের মত যেসব মানুষ মানুষের সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি চাই শালিখা উপজেলার মানুষ যেন সর্বদাই সুখে-শান্তিতে থাকতে পারে আর একজন মানুষের সুখে শান্তিতে থাকার প্রথম শর্তই হল স্বাস্থ্য ভালো রাখা।
শতখালী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টুর সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড: সজীব আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মাস্টার, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ।
এছাড়াও মা ফাতেমা জেনারেল হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক বিল্লাল হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এবং মোঃ নুর বাহারুম (মালয়েশিয়ার নাগরিক) উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড: সজীব আহমেদ।
অনুষ্ঠান শেষে হাসপাতালের পরিচালক বিল্লাল হুসাইন বলেন, আমি দৃঢ়তার সাথে বলতে পারি শালিখা উপজেলায় এই প্রথমবারের মতো একটি ভালো মানের হাসপাতাল হতে যাচ্ছে যার মাধ্যমে উপজেলার বিভিন্ন অসহায় ও হতদরিদ্র মানুষেরা ভালো মানের স্বাস্থ্য সেবা পাবে বলে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.