শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২৩ মার্চ) সকাল ১০:৩০ ঘটিকায় মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে ও মাগুরা জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীপ্তি রানী কর প্রমূখ। এছাড়াও আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার বাড়ি আমার খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ সহ ১০ টি বিশেষ উদ্যোগ ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিভিন্ন সেক্টরের কথা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা যদি উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নেন তাহলে একদিকে আপনার পরিবার অপরদিকে দেশ উন্নয়ন দিকে ধাবিত হবে। পাশাপাশি নিজেদের সন্তানদের প্রতি যত্নবান হওয়ার আহ্বানও জানান তারা। বক্তারা বলেন আপনার সন্তানদের কাঁধে চড়ে আলোকিত হবে আগামীর বিশ্ব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.