নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা গাঁজা, ভারতীয় শাড়ি, চাদর ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৯ হাজার ৪৫০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমরা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। তারই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।"
তিনি আরও বলেন, “আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে অন্যান্য জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান বিজিবি কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.