সারাবিশ্ব ডেস্ক : ভারতের তামিল নাড়ুতে বিষাক্ত মদপানে ৩৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। চেন্নাই থেকে ওই এলাকার দূরত্ব ২৫০ কিলোমিটার। গত কয়েক দিন ধরে তামিল নাড়ুতে ৫৫ জন ব্যক্তি ওই বিষাক্ত মদ ক্রয় করেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে পুদুচেরিদে এবং ৬ জনকে মালেম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। খবর এনডিটিভি।
বিষাক্ত মদপানে নিহত অনেকে করুনাপুরাম এলাকার বাসিন্দা। এ ঘটনায় এক নারী তার ছেলেকে হারিয়েছেন। তিনি জানান, তার ছেলে প্রচণ্ড পেটে ব্যথায় ভুগছিলেন এবং চোখ খুলতে পারছিলেন না। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যুর পর ওই রাজ্যের সরকার সব মদের দোকান বন্ধ ঘোষণা করেছেন।
এ ঘটনায় সন্দেহভাজন এক বুটলেগারসহ তিন জনকে আটক করেছে পুলিশ। ভেজাল মদপানের কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তামিলনাড়ুর একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ‘তারা ঠিক কী খেয়েছিল তা আমরা তদন্ত করছি। আমরা তিন জনকে গ্রেপ্তার করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
এক বিবৃতিতে রাজ্য সরকার বলেছে, ২৬ জনের পান করা দেশি মদের প্যাকেট থেকে নমুনা নিয়ে ফরেনসিক করা হয়েছে এবং সেখানে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি সমবেদনা ও তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.