বাঘারপাড়া (যশোর) থেকে ] সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ার চিত্রা নদীতে অভিযান চালিয়ে প্রায় একলক্ষ টাকা মূূল্যের কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৪- শে মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিত্রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫’শ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয় । একই সাথে নদীতে অবৈধভাবে দেওয়া পাটা উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আ, ন ,ম আবুজর গিফারী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সাথে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ পুলিশ ও আনসার সদস্য । মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, কিছু অসাধু লোক গোপনে চিত্রা নদীতে অবৈধভাবে লোহার ফ্রেম দিয়ে চায়না কারেন্ট জালের ফাঁদ বানিয়ে বিশেষ কায়দায় পোনা ও ডিমওয়ালা মাছ গুলো নিধন করেছে - এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত তার কার্য্যক্রম পরিচালনা করে । এছাড়া
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নিবার্হী অফিসার আ.ন. ম আবুজর গিফারি জানিয়েছেন, ‘চিত্রা নদীতে অবৈধভাবে চায়না জালের ফাঁদ বানিয়ে মাছ ধরা হচ্ছিল এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় নদী থেকে ৫’শ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা জালের বাজারমূল্য আনুমানিক প্রায় এক লক্ষ টাকা হতে পারে। এদিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাংগা - ঘোষনগর, জামালপুর এলাকায় ভৈরব নদীতে অনুরুপ ভাবে অবৈধ বিভিন্ন ( ফাঁদ) পেতে ছোটবড় সব ধরনের মাছ নিধন করে চলেছে একশ্রেণির অসাধু মৎস্য শিকারী। খনন কজের জন্য সাময়িক ভাবে নদীর জোয়ার ভাটা বন্ধ থাকায় মাঝে মধ্যে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেও মাছ ধরার অভিযোগ রয়েছে স্থানীয় ওই চক্রের বিরুদ্ধে। যে কারণে নদীর নির্দিষ্ট কিছু জায়গায় (মাঝেমধ্যে) মাছ সহ অন্যান্যে অসংখ্য প্রাণীর ছটফট মরন লক্ষ্য করা গেছে। বিষয় টি মৎস্য কর্মকর্তাদের নজরে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকার স্বচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.